Pruning or trimming plants, harvesting produce, removing weeds – all these are everyday activities for a gardener. If trees could feel pain, these activities would definitely hurt the trees. So regardless of whether you are a seasoned gardener or you are just interested in getting into gardening, one of the first questions you would ask yourself is, “Do trees feel pain?” 

Trees are one of the most important parts of our ecosystem. They provide shade, clean the air, and add beauty to our world. Trees sequester carbon dioxide and turn it into oxygen. According to USDA, a single large and mature tree can provide enough Oxygen for approximately 4 people. To put this into perspective, we can say that if a family consists of four members, just one large tree by itself is enough to supply Oxygen for that family. Trees also help regulate the climate by cooling down urban areas in the summer and moderating temperatures in wintertime. They’re a food source for animals both big and small, from squirrels to deer to bears. But the question is when we eat fruits from trees or cut them down, do they feel pain?  

Do Trees Actually Feel Pain?  

‘Do trees feel pain?’ is a common question that might come to the mind of a tree-enthusiast. This is a question that has been debated for years, with no clear answer. Some people believe that trees do not feel pain, because trees lack the ability to experience emotions as humans do. Others argue that just because we can't understand how a tree feels or processes feelings doesn't necessarily mean that it doesn't experience pain. 

There is some evidence to suggest that trees can indeed feel pain. One study showed that when a tree was cut, it released an airborne hormone called ethylene which is associated with stress and pain in other animals. Additionally, scientists have observed certain behaviors in trees that could be interpreted as signs of distress or discomfort. For example, when branches are pruned or leaves are clipped off, sometimes the tree will produce more sap or emit defensive chemicals to protect itself from further harm. 
 

Conclusion  

There is no conclusive evidence that trees feel pain, but there is certainly reason to believe they might. Trees are able to communicate with one another, and they respond to stimuli in their environment. They may experience some level of discomfort when they are injured or when something is wrong with them. There's no definitive answer yet, but it's clear that more research needs to be done on this topic. In the meantime, let's err on the side of caution and treat our trees with care and respect – after all, they are an important part of our environment. 

You’ve probably heard the term “Hybrid Plant” whether you are a new or an experienced gardener. To know more about the “Hybrid Plant”, you’ll have to know what is agricultural hybridization and why they are targeted by gardeners too.  

Agricultural hybridization

Agricultural hybridization is the process of creating new, commercialized plants with desirable characteristics. Hybrids are created for a variety of reasons, including resistance to disease, increased plant, flower, or fruit size, improved blooming, color, flavor, or any other reason a plant can be regarded as unique. Hybrids make up the majority of new plants available to residential gardeners.

What is a Hybrid Plant?

A hybrid plant is created by crossing two separate plant kinds and nurturing the seeds that result from the cross. A hybrid plant is then originated from that seed. Hybrids are becoming extremely popular. Meyer lemons, for example, are a mix between a lemon tree and a Mandarin orange tree.

How Can You Hybridize Plants?

If you are a gardener who wishes to hybridize plants on your own, you need to follow some methods properly. To know these methods, keep reading. 

There are some things that you need to remember. It might take years of testing to get the desired outcome. You need to check out the first hybrid varieties that have been developed, and the plants they produce after a year when hybridizing plants. If the outcomes match your anticipation, you may repeat the cross the following year, and disperse the seeds. You need to try again if the results aren't precisely correct. The rights to a hybrid belong to the breeder who created it first, which is why they might be more pricey than non-hybrids, or open-pollinated species. The lineage of hybrids is strictly protected by their breeders. 

When you hear the term 'Mushroom Compost,' you might assume it is compost created from only cultured mushrooms. However, that’s not the case. The term 'Mushroom Compost' might suggest that it is a type of compost prepared using mushrooms, but in reality, it is a type of compost used for raising mushrooms. Mushroom compost is a natural fertilizer and using soil that has already been used to cultivate mushrooms, it slowly releases its nutrients into the soil.

Mushrooms are fungi and do not possess chlorophyll. As a result, they are not able to use photosynthesis for producing carbohydrates like plants. Thus, the surface on which mushrooms arise needs to have enough reserve of necessary nutrients. 

The mixes for mushroom compost vary from one grower to another. The compost mix can be prepared using natural products like rye straw, peat moss, composted wheat, chicken manure, or horse bedding straw. One can use crushing grapes too along with canola and soybean meal, potash, urea, gypsum, and lime. Before mixing, these elements are weighed out. 

It is urea, canola meal, and chicken manure that provide the majority of the nutrients. Straw provides structure and some food for bacteria. The bacteria get increased receiving their food supply and push the inside temperature of the mixed pile to more than 160 degrees. As a result, the weed seeds and pathogens presented in the mix get destroyed. After this, the mushroom compost is prepared. 

What is Mushroom Compost Good For?

Whenever mushroom compost is prepared, the process of 'pasteurization' is needed along with composting. For that, a high temperature should be needed in the mix which destroys the pests and weed seeds. Mushroom compost is quite amazing when it comes to adding necessary nutrients and micro-organisms to your garden. Mushroom compost also helps your soil enrich its water holding capacity, so you will have to water less in your garden if you use this compost. As this compost is fairly inexpensive, you can use it well. You can use this in your vegetable garden as well as around the perennials, trees, and shrubs you have. 

Disadvantages of Using Mushroom Compost

When using the mushroom compost, there are some potential problems as well. You should be careful when using it because the mushroom compost is enriched in soluble salts and other nutrients. It might kill germinating seeds too. Mushroom compost can harm plants that are salt sensitive. For example - rhododendrons, blueberries, azaleas, and camellias

How to Use Mushroom Compost

As there is a chance that using mushroom compost might kill the germinating seeds, to avoid this you need to mix mushroom compost with garden soil before using the compost on the young plants. You can even order mushroom compost in the fall and let it stay uncovered over the winter period. 

Mushroom compost must be combined with soil before being used to grow plants. If you're supplementing your soil with mushroom compost, use a one-to-two ratio of compost to the soil. You can also buy soil that has already been mixed with mushroom compost, and this sort of compost can be utilized without further mixing. The salt levels in the compost will be diluted by mixing it, ensuring that nutrients are distributed slowly and evenly.

Because mushroom compost has such a high water retention property, planting anything in it undiluted will almost certainly result in fungal infections and rot. But diluting it properly will result in well-draining soil with many benefits. You may use mushroom compost to top-dress soil as well as mix it with soil before planting. To do so, spread a few inches of clean mushroom compost on top of the soil, making sure to leave a gap around plant stems and tree trunks.

Mushroom compost can also be used as a soil amendment in houseplants to help retain moisture and provide slow-release nutrients. Only use a small amount in your houseplant soil, and make sure your pots have drainage holes on the bottom. Mushroom compost is ideal for tropical houseplants that require regular moisture; however, it should not be used in pots with succulents, cacti, or any other houseplants that like dry soil.

How to Make Mushroom Compost

Normally mushroom growers create the mushroom compost as they already have every material needed for it. But if you want to prepare your own mushroom compost, continue reading. 

  1. This is the first step. You need to combine the soil, manure, straw, and mushroom bacteria and put them together.
  2. After the first step, you need to let the compost get heated. Wait for 1-2 months. During that period, the bacteria will be feeding on the straw and manure from which most of the essential nutrients can be obtained.
  3. When you’ve completed harvesting the mushroom, make sure you are processing the mushroom compost down. Without processing the compost, the compost won’t be safe to use in the garden. Direct usage of the newly prepared mushroom compost can cause fertilizer burn in your garden.
  4. When in the processing period, you need to observe your mushroom compost carefully so that it maintains the required temperature which is a minimum of 140 degrees Fahrenheit to reach the pasteurization phase.
    • For commercial purposes, you can insert steam into the compost at 140°F, and you are done.
    • If you want to complete the whole process at your home without the help of that commercial method, then turn the compost every few days so that it can break down easily without injecting any steam.
  5. After the pasteurization is completed, you cannot use the compost immediately. Let the compost cool first. If you don’t let the mushroom compost be lower than 90°F, or at least lower than the ambient air temperature and use it, your seeds will die because of overheating.

You plant trees and want them to grow. The trees then expand their roots under the ground and transfer the necessary minerals and nutrients to their bodies from the soil. The soil helps every tree to grow this way but the amount of nutrients it has is not unlimited. The soil needs to replenish its nutrients slowly and naturally. But there’s an amazing product that can help soil do this fast and properly, and it’s the compost. You might wonder what is compost. Don’t worry. To know what compost is, keep reading. 

What Exactly is Compost?

Compost is an organic product. You can use food and vegetable scraps, leaves, animal products, and decompose them to create compost. Any organic product will decay slowly but in this strategy, the process of decaying will be much faster.

Normally the food or vegetable scraps get decomposed thanks to the helpful micro-organisms that stay in the environment. But this process is rather slow. Speeding up this decaying process is composting’s specialty. The compost provides an ideal environment for those microorganisms, and you get an amazing end product to make the soil enriched with nutrients that will help grow your trees. This is so useful that farmers and gardeners love to call it ‘black gold’. 

বাগানের মাটি নির্বাচনের এবং প্রস্তুত করার সময় একটি বিষয় অনেকেই এড়িয়ে যান এবং কম গুরুত্বের সাথে দেখেন - যা হলো মাটির পিএইচ (pH).

পিএইচ সংকেতটি রসায়ন বিজ্ঞানের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সূচক। সহজভাবে বলতে গেলে পিএইচ দিয়ে মাটির এসিডিটি (acidity) বা অম্লত্ব সম্পর্কে জানা যায়। বাগান করার ক্ষেত্রে পিএইচ নিয়ে বিভিন্ন ধরনের তর্ক-বিতর্ক বিদ্যমান কিন্তু উদ্ভিদের সুস্বাস্থ্যের জন্য পিএইচ বিষয়টি সঠিক পরিমাণের মাঝে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। 

সাধারণত পিএইচ এর মাত্রা কম হলে বোঝা যায় যে মাটির অম্লত্ব বেশি, পিএইচ এর মাত্রা বেশি হলে বোঝা যায় যে মাটির অম্লত্ব পরিমাণ কম এবং ক্ষারের পরিমাণ বেশি।

এই পিএইচ এর পরিমাণের সাথে বিভিন্ন উদ্ভিদের সম্পর্ক রয়েছে। আমরা জানি উদ্ভিদের বিভিন্ন পুষ্টিগুণের কারণে কোন কোন উদ্ভিদের অম্লত্ব বা অ্যাসিডিটি বেশি থাকে, আবার কোন উদ্ভিদের এসিডিটি তুলনামূলক কম থাকে।

যদিও উদ্ভিদের এসিডিটি বা অন্যদের সাথে মাটির অম্লত্ব সরাসরি কোন সম্পর্ক নেই, তারপরও উদ্ভিদের পিএইচ এর মাত্রা যদি অতিরিক্ত বেশি বা কম হয় তাহলে তা উদ্ভিদের বৃদ্ধির পথে তা বাধা হিসেবে কাজ করতে পারে। তাছাড়া পিএইচ এর মাত্রার উপর ভিত্তি করে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রয়োজনীয় অনুজীব যেমন ব্যাকটেরিয়া যেগুলো মাটির উর্বরতা বজায় রাখার জন্য প্রয়োজনীয়, সেগুলো বাধাপ্রাপ্ত হতে পারে।

তাই পরোক্ষভাবে মাটির পিএইচ নিয়ন্ত্রণ করার মোটামুটি ভাবে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। খাদ্য শস্য বা বিভিন্ন সবজি চাষ করার ক্ষেত্রে চেষ্টা করা হয় পরিমাণ পিএইচ এর পরিমাণ নিউট্রাল বা ভারসাম্য অবস্থার চেয়ে কিছুটা কম অর্থাৎ সামান্য এসিডিক হিসেবে ধরে রাখা হয়।

মোটামুটি ভাবে একটি উর্বর জমির মাটির পিএইচ সাধারণত ৭ এর কাছাকাছি থাকে এবং ৭ হচ্ছে পিএইচ এর নিউট্রাল বা সাম্যাবস্থা। 

পিএইচ নির্ণয়

পিএইচ নির্ণয় এর জন্য সাধারণত ল্যাবরেটরিতে আপনার জমির মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করানো হয়ে থাকে। এক্ষেত্রে বিশেষ ধরনের কিটের মাধ্যমে মাটি সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে মাটির পিএইচ টেস্টের ফলাফল জানা যায় 

আপনি যে ধরনের উদ্ভিদ চাষাবাদ করবেন, সেই অনুযায়ী পরবর্তীতে মাটির পিএইচ এর পরিমাণ পরিবর্তন করা সম্ভব।

তাই বাগান করা শুরু করার পূর্বে পিএইচ এর ব্যাপারে আপনি যা যা করতে পারেন, তা হলো:

এই তিনটি ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনি সহজেই মাটির পিএইচ এর মাত্রা কাঙ্খিত পর্যায়ে নিয়ে আসতে পারবেন এবং তারই মাধ্যমে আপনার বাগানের উদ্ভিদগুলোর সুস্থ সবল বৃদ্ধি নিশ্চিত করতে পারবেন।

এই আর্টিকেলে আমরা আলোচনা করব বাগান করার জন্য মৌলিক কৌশল গুলোর মধ্যে সমন্বিত কীটপতঙ্গ দূরীকরণ সম্পর্কে।  সমন্বিত কীটপতঙ্গ দূরীকরণ কিভাবে হওয়া উচিৎ এবং কিভাবে হওয়া উচিত নয় সে সম্পর্কে জানা বাগান করার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।

বাগান করার সময় যখনই কেউ তার বাগানে কীটপতঙ্গ জনিত সমস্যার মুখোমুখি হন তখনই দেখা যায় তিনি একটি বোতল ভর্তি বিষ এর দিকে হাত বাড়ান। আপনি যদি আপনার বাগান করার সময় কীটপতঙ্গ জনিত সমস্যায় ভুগে কীটনাশক ব্যবহার করে বাগানে থাকা সমস্ত পোকামাকড় কে মারতে চান তবে যে উপকারী শিকারি গুলো এই কীটপতঙ্গ গুলোর উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের প্রাকৃতিক খাবার ব্যবস্থা কে আপনি ধ্বংস করে দিবেন। এতে করে আপনার বাগানের যে উপকারী শিকারি আপনার বাগানকে কীটপতঙ্গ থেকে রক্ষা করত সেগুলো থাকবে না। যার ফলে পরবর্তীতে আরো বেশি সংখ্যক ক্ষতিকর কীটপতঙ্গ আপনার বাগানে দেখা যেতে পারে। এটি একটি স্পর্শকাতর চক্র। 

আবার অনেক সময় দেখা যায় এই কীটনাশকগুলো এতো মারাত্মক হয় যে উপকারী এই শিকারিগুলোও বাগানে কীটনাশকের ব্যবহারের কারনে মারা পড়ে। বাগানের জন্য উপকারী কীটপতঙ্গ এবং মাকড়সা যেগুলো বাগানের জন্য ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করে এবং ফুলগুলোর পরাগায়ন ঘটায় সেগুলোও এই কীটনাশক ব্যবহারে মারা পড়তে পারে। এবং কোন কারণে যদি এই ব্যবহৃত কীটনাশক যেখানে ব্যবহার করা হয়েছে সেখান থেকে সরে অন্য কোথাও পড়ে সে ক্ষেত্রে তা পানি এবং বাতাসকে দূষিত করে মাছ এবং পাখিরও ক্ষতি করতে পারে।

যারা অর্গানিক উপায় বাগান তৈরী করতে চান তারা সাধারণত একটি ভিন্ন ধরনের পদ্ধতিতে অগ্রসর হন। অর্গানিক উপায়ে বাগান তৈরীর সময় তারা সাধারনত কৃত্রিম উপায়ে কীটপতঙ্গের সাথে যুদ্ধ করার বদলে একটি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ বাস্তুসংস্থান গড়ে তোলা চেষ্টা করে থাকেন। যদি কখনো বাগানে কীটপতঙ্গ জনিত সমস্যা তৈরি হয় তবে তারা সর্বপ্রথম যে পদ্ধতিটি সবচেয়ে কম বিষাক্ত এবং পরিবেশের জন্য সবচেয়ে কম ক্ষতিকর সেটি ব্যবহার করার চেষ্টা করেন।

অর্গানিক বাগান তৈরীর ক্ষেত্রে সমন্বিত উপায়ে কীটপতঙ্গ দূরীকরণের যে ব্যবস্থা সেটি সাধারনত জৈবিক, প্রাকৃতিক, সভ্যতামুলক, বাস্তব এবং রাসায়নিক পরিকল্পনার সমন্বয়ে তৈরি। সোজা কথায় এটির মানে দাঁড়াচ্ছে সবচেয়ে সহজ, পরিবেশের জন্য সবচেয়ে কম ক্ষতিকর, সবচেয়ে কম খরচের প্রক্রিয়া সবার শুরুতে ব্যবহার করা এবং সবচেয়ে খরচ হয় এমন, প্রকৃতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এবং বিষাক্ত পদ্ধতি একদম শেষ পরিকল্পনা হিসেবে ব্যবহার করা।

 এটি দাঁড়ালো আমাদের সমন্বিত উপায় কীটপতঙ্গ দূরীকরণের ব্যবস্থার কথা। এখন সমন্বিত কীটপতঙ্গ দূরীকরণ কিভাবে এবং কত ধাপে করতে হবে তা নিয়ে আমরা আলোচনা করব পরের আর্টিকেল এ।

সমন্বিত কীটপতঙ্গ দূরীকরণের প্রথম যে আর্টিকেলটি ছিল সেটি আমরা দেখেছি বাগান করার মৌলিক কৌশল হিসেবে সমন্বিত কীটপতঙ্গ কি এবং কতটা প্রভাব ফেলে। এখন আমরা দেখব সমন্বিত কীটপতঙ্গ দূরীকরণের জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হয় সেগুলো কি

প্রতিরোধ

অর্গানিক বাগান তৈরীর সময় অর্ধেক যুদ্ধ আগেই জিতে যাওয়া যায় যদি প্রথমেই বাগানে কীটপতঙ্গ এবং অসুখ নিয়ন্ত্রণ করা যায়। সেজন্য প্রতিনিয়ত গাছপালা কে পর্যবেক্ষণ করতে হবে, এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে, অপ্রয়োজনীয়' আগাছা এবং ঘাস তুলে পরিষ্কার রাখতে হবে। এছাড়া বাগানে পানি ব্যবহার করার সবচেয়ে ভাল পদ্ধতি অবলম্বন করতে হবে। বাগান তৈরীর সময় এ কাজগুলো ঠিকঠাক মতো করলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরুতেই পরিত্রান পাওয়া যায়।

গাছপালা নিরীক্ষণ

বাগান করার আগে আপনাকে শুরুতেই গাছপালাতে কি ধরনের কীটপতঙ্গ আক্রমণ করে সে সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং গাছপালা নিরীক্ষণ এর উপর রাখতে হবে। আপনি যদি কি ধরনের কীটপতঙ্গ গাছে আক্রমণ করতে পারে সেটি জেনে রাখেন তবে যখন বাগানে কীটপতঙ্গ দেখতে পাবেন তখন এটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হবে। সেজন্য কি ধরনের পতঙ্গ কোন গাছে হবে সে সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন।

পদ্ধতিগত পরিবর্তন

বাগান করার সময় কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়। যেমন এক বছর কোন এক ধরনের শস্য যদি উৎপাদন করা হয় তবে পরবর্তী বছর যেন অন্য ধরনের কোন শস্য সে জায়গায় লাগানো হয় সেদিকে খেয়াল রাখা। কারণ এতে করে একই বছর একই প্রজাতির শস্যে যেন একই কীটপতঙ্গ আক্রমণ না করে তা নিশ্চিত করা যায়। এবং এর ফলে কীটপতঙ্গ জনিত সমস্যা গুলো কমিয়ে আনা যায়।

যান্ত্রিক কৌশল

আপনি আপনার বাগান করার সময় সর্বপ্রথম কীটপতঙ্গ যেন আপনার গাছের কোন অংশে আক্রমণ করতে না পারে সেটি নিশ্চিত করতে পারেন। এর জন্য আপনাকে বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় গাছ-পালা গুলোকে একটি বিশেষ বস্তু দিয়ে ঢেকে দেয়া অথবা গরম পানি, বাতাস, আগুন এবং দিয়ে ক্ষতিকর কীটপতঙ্গ গুলোকে মেরে ফেলা। এতে করে আপনাকে কোন ধরনের বিষাক্ত পদার্থ ব্যবহার করতে হবে না। এমনকি সাবান-পানি যুক্ত তরল দিয়ে কীটপতঙ্গ গুলোকে কুপোকাত করতে পারবেন।

জৈবিক নিয়ন্ত্রণ

প্রতিটি প্রাণীরই একটি প্রাকৃতিক নিয়ন্ত্রণ রয়েছে। প্রকৃতির এই প্রাকৃতিক নিয়ম কে ব্যবহার করে বাগান করার সময় আপনি লাভবান হতে পারেন। ক্ষতিকর কীটপতঙ্গ গুলোকে ধ্বংস করার জন্য অন্য আরো বেশ কিছু পতঙ্গ রয়েছে। আপনি চাইলে আপনার বাগানে এ ধরনের উপকারী কীটপতঙ্গ যেমন শুয়োপোকা সহ আরও বিভিন্ন ধরনের পতঙ্গ ছাড়তে পারেন যেগুলো ক্ষতিকর কীটপতঙ্গ কে ধ্বংস করবে এবং আপনার বাগানকে নিরাপদ রাখবে।

রাসায়নিক নিয়ন্ত্রণ 

রাসায়নিক পদার্থগুলো বাগান তৈরি করার সময় হওয়া উচিত শেষ পদক্ষেপ। এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করলেও যেন সবচেয়ে কম বিষাক্ত পদার্থ ব্যবহার করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাগান তৈরির সময় যদি কখনো রাসায়নিক পদার্থ যেমন কীটনাশক ব্যবহার করতে হয় তবে এমন ধরনের পদার্থ ব্যবহার করতে হবে যেন তা শুধু মাত্র ক্ষতিকর কীটপতঙ্গ কেই আক্রান্ত করে। বাগানের পরিবেশ রক্ষার্থে অন্য কোন গাছপালা বা প্রানীর যেন ক্ষতি না করে এই রাসায়নিক পদার্থগুলো সেদিকে খেয়াল রাখতে হবে।

এই পদ্ধতি বা ধাপগুলো অবলম্বন বাগান তৈরীর সময় একটি অন্যতম মৌলিক কৌশল হিসেবে সমন্বিত পদ্ধতিতে কীটপতঙ্গ দূর করা সম্ভব

একটি বাগানে যখন বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয় তখন সেই গাছগুলো বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণ এবং পোকামাকড়কে আকৃষ্ট করে। যেসব বৃক্ষ জামের মতো ফল উৎপন্ন করে সেগুলো পাখিকে আকৃষ্ট করে, যেসব গাছের ফুল মধু সমৃদ্ধ সেগুলো প্রজাপতি এবং হামিংবার্ডকে আকৃষ্ট করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কেন বাগানে এধরনের বন্যপ্রাণ কিংবা কীটপতঙ্গ আসাকে উৎসাহিত করবেন?  উত্তর হিসেবে বলা যেতে পারে আপনার বাগানে এ ধরনের বন্যপ্রাণ কিংবা কীটপতঙ্গের দরকার রয়েছে। যেসকল কীটপতঙ্গ গাছপালার জন্য উপকারী সেগুলো বাগানের গাছগুলোর যে ক্ষতিকর পোকামাকড় রয়েছে সেগুলোকে শিকার করে গাছগুলোকে রক্ষা করে। বাগানের সবচেয়ে ভালো বন্ধু গুলোর মধ্যে রয়েছে গুবরে পোকা, সিরফিড মাছি এবং ছোট্ট, বিষমুক্ত ও পরজীবী বোলতা।

বৈচিত্র্যময় বাসস্থান তৈরি করার মাধ্যমে বাগানের জন্য উপকারী প্রাণী গুলোকে উৎসাহিত করতে হবে।  বিভিন্ন প্রজাতির ফুল গাছ বাগানে লাগান। এতে করে সারা বছরই কোনো না কোনো ফুল ফুটে থাকবে। এবং পারলে বাগানে কীটনাশক ব্যবহার করবেন না কারণ সেগুলো উপকারী কীটপতঙ্গেরও ক্ষতি করে।

এছাড়া উপায় আরো যে সব উপায়ে আপনি আপনার বৈচিত্র‍্যতাকে উৎসাহিত করতে পারবেন -

বেশিরভাগ প্রাকৃতিক বাস্তুসংস্থানে কীটপতঙ্গ এবং এদের শিকার করা প্রাণী একটি নিয়ন্ত্রিত কিন্তু গতিশীল সম্পর্ক বজায় রাখে। এসব শিকারি ছাড়া এদের শিকার খুব দ্রুত হারে তাদের জনসংখ্যা বৃদ্ধি করে ফেলবে এবং পরবর্তীতে এ কারণে খাবারের অভাবে মারা পড়বে। আপনার বাগানে বিভিন্ন কীটপতঙ্গেরও থাকা প্রয়োজন কারণ তারা উপকারী প্রাণীগুলোর খাদ্য হিসেবে বিবেচিত হয়। যদি এই উপকারী প্রাণী অথবা কীটপতঙ্গের খাবারের অভাব পড়ে সে ক্ষেত্রে তারা মারা যাবে অথবা আপনার বাগান ছেড়ে চলে যাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এক ধরনের বিষমুক্ত বোলতা রয়েছে যেগুলো অন্য আরেক ধরনের বিষাক্ত বোলতার উপর নির্ভর করে বাঁচে। এই বিষাক্ত বোলতা গুলো বাগানের ক্ষতি করলেও বিষমুক্ত বোলতা বাগানের জন্য উপকারী। বিষমুক্ত এই বোলতাগুলো বিষাক্ত বোলতার উপর ডিম পাড়ে। এবং পরবর্তীতে ওই ডিমগুলো থেকে বোলতা গুলো বড় হতে থাকে এবং বিষাক্ত বোলতার শুয়োপোকাকে খেয়ে ফেলে। কিন্তু আপনি যদি কোনো কারণে বাগানে কীটনাশক ব্যবহার করে বিষাক্ত বোলতা কে মেরে ফেলেন সরিয়ে ফেলেন তাহলে আপনি আপনার বাগানের জন্য উপকারী যে বোলতা গুলো রয়েছে সেগুলোকেও আপনার বাগান থেকে সরিয়ে ফেলবেন। এটি আপনি ভালো নয়। তাই এ কাজগুলোর আগে সাবধানতা অবলম্বন করতে হবে। 

অর্গানিক উপায়ে যারা বাগান তৈরী করতে চান তারা সাধারনত প্রকৃতিকে মাপকাঠি ধরে ঠিক একই রকম করে বৈচিত্র্যময় এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে থাকেন।প্রাকৃতিক ভাবে জন্মানো উদ্ভিদের মধ্যে বৃক্ষ, গুল্ম, একবর্ষজীবী এবং বহুবর্ষজীবী গাছ অন্তর্গত। এরকম বিভিন্ন প্রজাতির গাছপালা একসাথে বাগানে লাগালে প্রতিটি প্রজাতি প্রজাতিকে বেঁচে থাকতে বিভিন্নভাবে সাহায্য করে।

যখন মনোকালচার এ মন কালচারের কৃত্রিমভাবে একটি নির্দিষ্ট প্রজাতির গাছের বিশাল একটি কলোনি জন্মানো হয় তখন সেখানে উদ্ভিদগুলো বৈচিত্র্যময় গাছপালার প্রজাতির যে সুবিধা সেগুলো থেকে বঞ্চিত হয়। এক্ষেত্রে যখন পোকামাকড় এবং কীটপতঙ্গ একটি গাছ কে আক্রমণ করে তখন সেখান থেকে পুরো বাগানের বাকি গাছগুলোতে খুব সহজেই অসুখ ছড়িয়ে যায়। এবং এরপর গাছগুলো মাটি থেকে পুষ্টি উপাদান খুব দ্রুত গ্রাস করতে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমেরিকান বেদারু জাতীয় বৃক্ষের কথা। এই গাছটি পুরো দেশ জুড়ে রাস্তার পাশে লাগানো হয়েছিল। কিন্তু ১৯২০ সালের শেষের দিকে যখন ডাচ বেদারু অসুখ ছড়াতে শুরু করে তখন এই অসুখ এর বাহক গুবরে পোকা গাছ থেকে গাছের শিকড়ে উড়ে গিয়ে অসুখ ছড়াতে থাকে।

অনেক কৃষক এবং যারা বাগান করেন তারা একই জমিতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় গাছ লাগানোর সুবিধা ভোগ করতে আগ্রহী। একই জায়গায় পরস্পরকে সহযোগিতা করে এমন গাছ লাগানো বাগান করার জন্য বেশ চমৎকার একটি দিক। আপনি আপনার বাগানে ত্রিপত্র জাতীয় গুল্ম লাগাতে পারেন। এটি বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এর পুষ্টি উপাদান মাটিতে ছড়িয়ে দেয়। এছাড়াও আপনি বড় যে গাছ গুলোর পাতা অনেক বড় এবং নিচে ছায়া হয় সেগুলোর নিচে ছায়াতে জন্মায় এমন গাছ লাগাতে পারেন। এতে করে একই সাথে আপনার বাগানের জমি ঢেকে থাকবে এবং গাছের নিচের মাটিকে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করবে। 

অর্গানিক বাগান সাধারণত নিজে থেকে একটি স্বাস্থ্যবান এবং ভারসাম্যপূর্ণ বাস্তুসংস্থান বজায় রাখার চেষ্টা করে। কারণ উদ্ভিদ প্রজাতি মিলিয়ন বছর ধরে বেড়ে ওঠার নির্দিষ্ট পরিবেশে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে আসছে।  যখন তাদের বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায় তখন তারা বেশ সহজ ভাবে বেড়ে ওঠে। যে গাছগুলো বাগান করার জায়গার আলো, ছায়া, পরিবেশ, মাটির ধরণ এবং মাটির আর্দ্রতার সাথে খাপ খাইয়ে নিতে পারবে সেগুলো যদি বাগানে লাগানো হয় তবে আপনি একটি চমৎকার সতেজ,  স্বাস্থ্য সমৃদ্ধ কীটপতঙ্গ বাগানের পরিবেশ তৈরি করতে পারবেন। 

বিবেচনা ও বুদ্ধিমত্তার সাথে গাছ লাগানোর প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার আশেপাশের পরিবেশের আবহাওয়া সম্পর্কে আপনার জানতে হবে এবং একই সাথে আপনার আশপাশের বিশেষ দিকগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এরপরই আপনি সফলভাবে গাছ লাগানোর জায়গায় লাগানোর জন্য গাছ ঠিক করতে পারবেন।

 সঠিক বিবেচনার মাধ্যমে আপনার বাগানে গাছ লাগানোর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনার বাগানে যেন চাষযোগ্য স্থায়ী উদ্ভিদ প্রজাতির এবং উপকারী প্রাণীদের সমাজ গড়ে ওঠে সেটি নিশ্চিত করা। প্রকৃতিতে উদ্ভিদ এবং প্রাণী একটি বাস্তুসংস্থানে সমাজের মতন করে অবস্থান করে যেখানে উভয় পক্ষই নিজেদের কার্য সম্পাদন করে এবং এতে করে এক পক্ষের কাজ অপর পক্ষের জীবনকে প্রভাবিত করে। একটি ভারসাম্যপূর্ণ বাস্তুসংস্থানে প্রতিটি গাছ এবং প্রাণী প্রজাতির যথেষ্ট পরিমাণ খাদ্য, পানি এবং থাকার জন্য বাসস্থান থাকা প্রয়োজন। 

একটি ভারসাম্যপূর্ণ বাস্তুসংস্থানের শিকারি প্রাণীদের জন্য যথেষ্ট পরিমান শিকার রয়েছে এবং ঠিক একই ভাবে এই শিকারদের জন্য যথেষ্ট পরিমাণ উদ্ভিদ বা গাছপালা রয়েছে।  যখন একটি বাস্তুসংস্থানের কোন একটি অংশ মারা যায় অথবা বিলুপ্ত হয়ে যায় তখন সেই অংশটি ওপর নির্ভরশীল যেসব গাছপালা কিংবা প্রাণী রয়েছে পরিবেশে তাদের কার্যক্রম ভারসাম্যহীন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তবে গাছগুলোর ফুলের পরাগায়ন মৌমাছির মাধ্যমে হয়ে থাকে সেগুলোর পরাগায়ন বন্ধ হয়ে যাবে এবং ফলশ্রুতিতে এই গাছগুলো তাদের বীজ উৎপন্ন করতে পারবে না। আবার যদি গুবরে পোকার মতো শিকারি বিরক্ত হয়ে যায় সে ক্ষেত্রে এরা যে স্বীকার এর উপর নির্ভর করে বেঁচে থাকে যেমন অ্যাফিড এর পরিমান ভয়াবহ রকমের বৃদ্ধি পাবে। এবং এতে করে বর্ধমান কীট এর কারণে এগুলো যে গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে সেগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে।

 অতএব আদর্শ অর্গানিক বাগান তৈরি করার ক্ষেত্রে যথাযথভাবে বিবেচনা করে সঠিক গাছ লাগানোর সিদ্ধান্ত নিতে হবে